অস্বাভাবিক মৃত্যু

মেম্বার পদে প্রার্থিতা করা নিয়ে মনোমালিন্য : আলমডাঙ্গা মোচাইনগরের আলমগীরের আত্মহত্যা
আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা মোচাইনগরের আলমগীর হোসেন বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নিজবাড়িতে তিনি বিষপান করেন। বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলমগীর হোসেন (৪২) আলমডাঙ্গার মোচাইনগর গ্রামের মৃত ফজলুল হক ম-লের ছেলে। তিনি গাংনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ারও ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে মনোদ্বন্দ্ব সৃষ্টির কারণেই আলমগীর আত্মহত্যা করেছেন বলে সূত্রে জানা গেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের মৃত ফজলুল হক ম-লের ছেলে আলমগীর হোসেন আসন্ন গাংনী ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থিতা করার সিদ্ধান্ত নেন। নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে পরিবারের লোকজনের মতবিরোধের কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এতে পরিবারের প্রতি অভিমানে দুপুর ২টার দিকে নিজবাড়িতে বিষপান করেন আলমগীর। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে আসমানখালী বাজারে নেন। সেখানে বিষ ওয়াশ করার পর নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদার সদাবরী গ্রামে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার সদাবরী গ্রামে বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার সকালে নিজবাড়িতে বিষপান করে স্কুলছাত্রী তামান্না।
জানা গেছে, দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের আসকার আলীর মেয়ে তামান্না (১৫) গত মঙ্গলবার সকালে ঘাসমারা বিষপান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের লোকজন। তবে তামান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গতকাল শুক্রবার সকালে তামান্নার মৃত্যু হয়। গতকালই রাত ৯টার সময় সদাবরী গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Comments (0)
Add Comment