দামুড়হুদার নতুন হাউলী মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এ আদেশ দেন। মাটি বিক্রেতা ছিদ্দিক আলী পুরাতন হাউলী গ্রামের আবু তালেবের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত হাউলী গ্রামের মাঠে অভিযান চালান। এ সময় সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রির অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সিদ্দিক ম-লকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতে দ-িত ব্যক্তির ওপর অর্পিত অর্থদ-ের অর্থ নগদে পরিশোধ করে মুক্তি পান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলী, অফিস সহায়ক রফিকুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এএসআই মসলেম উদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ।