চুয়াডাঙ্গা জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অ্যাড. সোহরাব
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১২টায় একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি এ কর্মসূচীর আয়োজন করে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের নদী নালা খাল বিল সকল অবকাঠামোর যদি প্রাণ থাকতো তারা মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের কথায় বলতো। তিনি দেশের মানুষের মঙ্গলের জন্য নিরলসভাবে কাজ করেছে। গণতন্ত্র বিকেন্দ্রীকরণের জন্য জেলা পরিষদ ও উপজেলা পরিষদ গঠন করেছে। সে সকল জনপ্রতিনিধিদের কাছে গিয়ে মানুষ তাদের সুখ দুঃখের কথা বলতে পারে, অতি সহজেই তাদের কাজ করে আসতে পারে। হাইকোর্ট বিভাগকে বিভাগ পর্যায়ে শ্রেণি বিন্যাশ করেছিলেন। আমাদের এলাকার মানুষ সকালে পান্তা ভাত খেয়ে বেরিয়ে যশোর হতে কোর্টের কাজ শেষে বাড়ী আসতে পেরেছে। বর্তমান সরকার উপজেলা পরিষদ ফিরিয়ে দিলেও তাদের ক্ষমতা দেয়া হয়নি। বর্তমানে দেশে ঘুষ দুর্নীতিতে ভরে গেছে। ঘুষ ছাড়া আর কোন কাজ হয় না। দলিয় বিবেচনায় প্রশাসনের চাকরিতে নিয়োগ দেয়া হয়। সরকারি দলের লোকদের নির্মাণ কাজে ঠিকাদার নিয়োগ দেয়া হয় যা এক বছর পেরুতে না পেরুতে নষ্ট হয়ে যাচ্ছে। কোথায়ও নেই কোনো জবাবদিহিতা। দেশ স্বাধীনের পর এদেশে যতোগুলো সরকার শাসন করেছে তারা দেশকে পেছনে ফেলে দিয়েছে একমাত্র পল্লী বন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির সময় দেশে উন্নয়ন হয়েছে। এ কথা মানুষ এখনও স্বীকার করে। বর্তমান জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল অনিয়ম, দুর্নীতি, দলীয়করনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. রবিউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন বিশ^াস খোকন, সদস্য আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ এলকেন, অ্যাড. মামুন। আর ও বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু, জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি (অনারারী লে: অব:) মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোছাবকাক্কা, দামুড়হুদা উপজেলা জাপার আহ্বায়ক শহিদুল আলম, সদস্য সরোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওকাত হোসেন, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মনি, জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আসাদুল ইসলাম, দর্শনা পৌর জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক বিপ্লব হোসেন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মহাবুল হোসেন, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর, জাতীয় ওলামা পার্টির সভাপতি জুলফিক্কার কলি, দামুড়হুদা ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ মল্লিক প্রমুখ।