টিপ্পনী

খবর: (কীটনাশকের বিষে নীল ফুলকপি-লালশাক)
বাঁধাকপি ফুলকপি বা
ওলকপিতে বিষ,
মরণ স্মরণ করে নিয়ে
তবেই মুখে নিস।

লাউ বেগুনে বিষের কাড়ি
শিমেও আছে বিষ,
ধানে পানে বিষ মাখানো
সাবধানে গিলিস।

শাক টমেটো বিষে ধোয়া
পটোল ঝিঙেও বিষ,
আজকে খাবা কালকে খাবা
পরশু মরণ ইস!

_আহাদ আলী মোল্লা।
24.12.2015

Comments (0)
Add Comment