মাতুব্বরি

টিপ্পনী

টিপ্পনী

মাতুব্বরি

 

বউয়ের ওপর পোদ্দারি খুব
যখন তখন মারো,
অন্য জাগায় বিড়াল বিড়াল
বউয়ের সাথেই পারো।

মাথায় রেখো একটি জিনিস
আজ আছো কাল হবে ফিনিস
আজকে না জিতলে তুমি
কালকে হবে হারও।

কী বলি কী সরি সরি
বউয়ের ওপর মাতুব্বরি
চালাও কেন কত্ত,
সামনে বিপদ আসতে পারে
আজই ভালো হও।

সূত্র:(চুয়াডাঙ্গায় প্রক্তন স্ত্রীকে পিটিয়ে জখম)

Comments (0)
Add Comment