টিপ্পনী – পেট ও বাজার

আহাদ আলী মোল্লা

পেট ও বাজার
-আহাদ আলী মোল্লা

পটোল বেগুন উচ্ছে ঢেঁড়স আলু
কিনতে গিয়েই পকেট পুরো শেষ
টেনশনে তাই উল্টে পড়েন খালু
বলেন ক্ষেপে হায়রে মজার দেশ!

হাটের ভেতর কাঁদেন বসে চাচা
কিনতে গেলেন কয়েক কেজি চাল
দাম শুনে তার খুলেই গেল কাছা
হাট করা তার সব হলো বানচাল।

কাল সকালে পাশের বাড়ির মামা
কিনতে গেলেন একটু খাসির গোশ
দামের গুঁতোয় ছিঁড়লো ওনার জামা
ক্ষুব্ধ মামার কী যে অসন্তোষ।

হাট বাজারের আগুন আগুন দশা
জিনিসপাতির মূল্যে মাথা হেট
বসে বসে মারছি এখন মশা
দামের কথা শুনছে নাতো পেট।

সূত্র (নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ)

টিপ্পনী
Comments (0)
Add Comment