তেল খেয়ে শেষ করলো কারা
আজকে তাদের ধরুন,
করছে মজুদ সুযোগ বুঝে
তাদের বিচার করুন।
শক্তি বোঝাই যাদের গায়ে
তারাই মজুদ করেন,
এক নগাড়ে খুব গোপনে
বস্তা-পকেট ভরেন।
যাদের পকেট ভরছে রোজই
তারা খারাপ ভীষণ,
লুটিংপাটিং করতে তারাই
চালায় খাওয়ার মিশন।
এইভাবে আর চলে না দিন
আতেলা সব খাচ্ছি,
ঊর্ধ্বমুখী বাজার, আমরা
এর জ্বালা টের পাচ্ছি।
সূত্র: (এই মুহূর্তে বাজার থেকে তেল উধাও)