নিষেধ আছে
-আহাদ আলী মোল্লা
দেশজুড়ে আজ দামের খবর
শরীর ভরা ঘামের খবর
খবরে খুব বিষ;
বলল দাদি ও নাতি কাল
হাটের খবর নিস।
বাড়লো কি ফের চালের মূল্য
ছোলা মশুর ডালের মূল্য
কেমন দামে তেল?
বাজারে খুব জোরেশোরে
যাচ্ছে বেড়ে সেল।
আমার নাকাল দামের গুঁতোয়
তিল সয়াবিন পামের গুঁতোয়
ছুটছে দামের তীর!
বলতে পারিস করল কারা
বাজারটা অস্থির?
বলতে পারি সবার কাছে;
কিন্তু বলা নিষেধ আছে!
সূত্র (পণ্যের অসহনীয় দামে ক্রেতার নাভিশ্বাস)