সূত্র: (ডা. সাবরিনা-আরিফুলের ৮ কোটি টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব)
টাকা বিরাট মজার জিনিস
টাকায় আছে গন্ধ,
ঘুরছে টাকা তবিল-পকেট
চলায় নানান ছন্দ।
টাকায় কপাল ঘোরায় ফেরায়
ভাগ্য করে মন্দ,
তার পেছনে সকাল বিকেল
ছুটছে হাজার নন্দ।
টাকায় করে ভরাট রোডের
গর্ত খানাখন্দ,
টাকায় তোলে ঝঞ্ঝা আবার
টাকায় করে বন্ধ।
টাকায় লোকের চোখ খুলে দেয়
টাকায় বানায় অন্ধ
তাই শুধু এই টাকা নিয়েই
ভর দুনিয়ায় দ্বন্দ্ব।
…. ……. আহাদ আলী মোল্লা