খবর:(জীবননগর উথলীর আওয়ামী লীগ নেতা কফিল ফেনসিডিলসহ আটক)
এ কী কথা শুনছি আমি
পুরো মগজ গরমÑ
চোখ ঢেকে রই মুখ ঢেকে রই
লাগছে খুবই শরম;
ধাক্কা খেলাম চরম।
নেতাও যদি বহন করেন
ফেনসিডিলের চালানÑ
নিজের হাতে যুব সমাজ
আগুন দিয়ে জ্বালান
পুলিশ দেখে পালান।
বলতে হবে ভীষণ বড়
বুকের পাটা নেতার
তলায় তলায় এমন স্বভাব
জানতো বলো কে তার
পয়সা কড়ি জেতার।
দিনে দিনে মাদক বেচে
দলের নেতা ফোলেন
হঠাত সেদিন জনতা তার
মুখোশখানা খোলেন
মকদ্দমায় ঝোলেন!
Ñআহাদ আলী মোল্লা