টিপ্পনি

খবর: (মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে কনের পিতা আটক)

বাল্যবিয়ের শিকার হয়ে
কতো মানুষ কাঁদছে
পাষাণে বুক বাঁধছে
তাও;
বাল্যবিয়ে দাও;
এমন হলে জেলে ঢোকার
প্রস্তুতিও নাও।

বাল্যবিয়ে শিশু বিয়ে
হচ্ছে নাতো বন্ধ
পাচ্ছে টাকার গন্ধ
কারা;
ঘটক-কাজি তারা
বিয়ে হলেই পাচ্ছে কিছু
মাংস পোলাও খাচ্ছে কিছু
যাচ্ছে না তাই লোভ
ওদের ওপর দিনে দিনে
বাড়ছে লোকের ক্ষোভ।

Comments (0)
Add Comment