হ্যান্ডকাফ

আহাদ আলী মোল্লা

মাতলামি তার নেশা পেশা
বেড়ায় ঢুলে ঢুলে
গলা ছেড়ে গাল পাড়ে সে
মা মাতালি তুলে।

মাঝে মাঝে পড়ে থাকে
উদোম হয়ে পথে,
পড়শিরা খুব নিন্দা জানায়
বাধে না ইজ্জতে।

আকাম কুকাম করে বেড়ায়
সব চলে গা’র জোরে,
সেদিন পুলিশ হঠাৎ তাকে
চালান দিলো ধরে।

জাত মাতালের হুঁশ ফিরেছে
চাচ্ছে এখন মাফ
পুলিশ ঠিকই পরিয়ে দিলো
দুই হাতে হ্যান্ডকাফ।
সূত্র: (মাতাল অবস্থায় লিটন শেঠ গ্রেফতার)

 

Comments (0)
Add Comment