হাসাদহ সাহিত্য পরিষদের সভাপতি হলেন আতিয়ার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদহ সাহিত্য পরিষদের সভাপতি নির্বাহিত হয়েছেন সাংবাদিক আতিয়ার রহমান। গতকাল শুক্রবার বিকালে হাসাদহ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক ডিএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সাহিত্য পরিষদের অনুষ্ঠিত সাধারণ সভায় আতিয়ার রহমানকে এ পদে নির্বাচিত করা হয়।
নির্বাচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সদস্য মনিরুজ্জামান রিপন, বদরুজ্জামান শ্যামল, কবির হোসেন, বিপলুর হমান, জুম্মাত মন্ডল, শুকুর আলী মন্ডল ও কবির আল চপল। সাইদুর রহমান, লিমন হুসাইন, নিতাই চন্দ্র সেন, এমআই আতিয়ার, তাহসানুর রহমান শাহজান ও আব্বাস আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে সাংবাদিক আতিয়ার রহমানকে এ পদে নির্বাচিত করা হয়।

Comments (0)
Add Comment