হাতের পোষা

আহাদ আলী মোল্লা

চোখে আমার পেস্তি জমা
নাকে পোটা সর্দি তো,
নাজাই মানুষ বলেই নগদ
বিল দিয়ে দিই বর্ধিত।

নেই প্রতিবাদ নেই প্রতিরোধ
হচ্ছি শুধুই লাঞ্ছিত,
আঘাত পেয়ে চোখ মুছি আর
বসে বসে কানছি তো।

তারাই বলেন বেফাঁস কথা
আইনও হয় লঙ্ঘিত,
এই তামাশা সারা জীবন
আমার তোমার সঙ্গী তো।

আজ বাড়ে দাম কাল বাড়ে দাম
সবাই এতে শঙ্কিত,
কী আর করা আমরা ওদের
হাতের পোষা পঙ্খী তো!

সূত্র: (আগেই বর্ধিত হারে বিদ্যুতবিল আদায় করছে কোম্পানিগুলো)

 

 

 

 

Comments (0)
Add Comment