সার মেলে না

টিপ্পনী

টিপ্পনী

সার মেলে না

আহাদ আলী মোল্লা

সার মেলে না পয়সা দিলেও

সার রয়েছে লুকিয়ে,

ডিলার বাবু মজুদ করেন

দেন গুদামে ঢুকিয়ে।

সারের মূল্য বাড়ান তারাই

সরকার দেয় কমিয়ে,

ডিলার বাবু ফোলাচ্ছে পেট

সারের চালান জমিয়ে।

তারাই কেবল হচ্ছে ধনী

বাড়তি টাকা হাতিয়ে,

কার সাথে কার দোস্তি বলো

খাচ্ছে মিতা পাতিয়ে।

ডিলার কেবল ভুঁড়ির পাগল

যাচ্ছে ভুঁড়ি ফুলিয়ে,

কৃষক-চাষির সারের জ্বালা

পারছে না আর কুলিয়ে।

সূত্র:(জীবননগরের আন্দুলবাড়িয়ায় সারব্যবসায়ীকে জরিমানা)

Comments (0)
Add Comment