সস্তা দর

টিপ্পনী

টিপ্পনী

সস্তা দর

 

ময়দা আটা তেল চিনি ডাল

হবে এবার সস্তা

কোথায় গেলেন নগেন কাকা

এবার ধরুন বস্তা।

 

চালের বাজার কমবে এবার

কমবে ডিমের হালি

অল্প দামে মিলবে দেদার

সিমেন্ট রড ও বালি।

 

তুলবো নতুন দালান বাড়ি

খুলবে বরাত ঠিকই,

ফুর্তি মেরেই দিন কাটাবো

আর বানাবো কী কী?

 

খুন খারাবি নিপাত ফবেই

আসবে আরাম দেশে,

কিন্তু হঠাৎ হলাম ফতুর

চালের হাটে এসে!

 

সূত্র:(৯ পণ্যের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত)

Comments (0)
Add Comment