সবাই এবার জাগুন

আহাদ আলী মোল্লা

ট্রাম্প হলোগে ভর দুনিয়ার
একখানা বিষফোঁড়া
আচ্ছা বদের গোড়া
শাদা চুলো দু’কান কুলো
এক্কেবারে ঢোঁড়া।

ঘোড়া রোগীর পোড়া কপাল
তবু মাখেন সেন্ট,
কিভাবে যে এমন মানুষ
হলেন প্রেসিডেন্ট।

এখন তিনি বিশ্ব বেকুব
একাই খেলেন গেম,
ইসরায়েলের রাজধানী কি
কন জেরুজালেম।

এর প্রতিবাদ প্রতিশোধে
বিশ্বজুড়ে আগুন,
আমরা চলুন বিক্ষোভে যাই
সবাই এবার জাগুন।

সূত্র (ট্রাম্পের বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রতিবাদ বিক্ষোভ)

 

 

 

 

Comments (0)
Add Comment