র্ফাস্ট ক্যাপটিাল র্ফাস্ট নয় কনে?

র্ফাস্ট বা প্রথম শব্দটি ব্যাক্তি জীবনে যমেন তমেন সামাজকি বা পারবিারকি ক্ষত্রেওে অনন্য গুরুত্ত বহন কর।ে আমাদরে মতো সাধারণ মানুষ যারা চুয়াডাঙ্গা জলোয় জন্মগ্রহণ করছেি তাদরে অধকিাংশই হয়ত জীবনে র্ফাস্ট শব্দটি দূর থকেে দখেে অভ্যস্ত কন্তিু একটি ক্ষত্রেে আমরা সবাই র্ফাস্ট, আমরা র্ফাস্ট ক্যাপটিালরে নাগরকি। অন্য কারো হয় কি না জানি না কন্তিু আমার খুব র্গব হয় যখন আমি পরচিয় দইে আমি বাংলাদশেরে প্রথম রাজধানরি মানুষ। হয়তো আমরা র্সব ক্ষত্রেে লাস্ট, হয়তো রাষ্ট্র আমাদরে কে স্বীকৃতি দয়েনি কন্তিু রাষ্ট্র এটা মুছওে ফলেতে পারনে।ি আমি যে র্গবরে কথা বলছলিাম তা হয়তো সব ক্ষত্রেে সবাই অনুভব করনো, অনকেইে হয়তো আমাদরে জলোকে চনেইে না, চনিলওে সভেনে র্মাডার বা ইট ভাটায় পুরানোর ভীতরি কথা আগে আস,ে সইে র্ব্যাথতাও আমাদরে, আমারা আমাদরে কে ব্রান্ডংি করতে র্ব্যাথ হয়ছে।ি তাই বলে যে সব থমেে গছেে কংিবা শষে হয়ে গছেে তা কন্তিু না। যখন দখেি জাতীয় দনৈকিরে প্রথম পাতায় আমাদরে চুয়াডাঙ্গাকে ব্লাক বঙ্গেল গোট এর এশয়িার র্স্বণ ভুমি বলা হচ্ছে কংিবা চুয়াডাঙ্গার মুখপাত্র দনৈকি মাথাভাঙ্গা ও তাঁর সম্পাদক কে সাহসকি সাংবাদকিতার জন্য স্বীকৃতি দওেয়া হচ্ছ,ে তখন বুকটা র্গবে ফুলে ওঠ,ে মনে হয় এই স্বীকৃতি আমারও আমি যে এই জলোর জল হাওয়ার অংশীদার!আমি সব সময় প্রস্তুত থাকি যখনই জলো নয়িে কথা উঠে আমি ঝাঁপয়িে পরি এর ইতহিাস ঐতহ্যি নয়ি।ে আমার এখনো মনে আছে আমার বশ্বিবদ্যিালয়রে ফাইনলা ভাইভা র্বোডে চয়োরম্যান স্যার আমার চুয়াডাঙ্গা জলোয় র্সবহারা নয়িে প্রশ্নরে উত্তরে আমি যে এর ভু-রাজনতৈকি প্রক্ষোপট, দশেভাগরে র্পূবে নকশাল আন্দোলনরে ইতহিাস কংিবা প্রতবিশেি দশে ভারতরে পশ্চমিবঙ্গরে বাম রাজনীতরি র্দীঘ প্রভাব নয়িে র্গব ভরে যে বক্তব্য বা ব্যাখ্যা দয়িছেলিাম স্যার শুধু অবাকই হননি স্বীকারও করছেলিনে এবভাবে কখনো ভবেে দখেনেন।ি আমার সফলতা এটাই আমি স্যারদরেকে ভাবতে বাধ্য করছেলিাম যে একটা জলোর মানুষ একদনিইে কোন অবস্থান র্অজন করে না, র্দীঘ দনিরে সামাজকি রাজনতৈকি বাস্তবতাই তাদরে অবস্থান ঠকি করে দয়ে। আর আমাদরে, চুয়াডাঙ্গা জলোর নাগরকিদরে দায়বদ্ধতা এখানইে।
এই দায়বদ্ধতা আর ছোট ছোট র্অজনগুলোই আমাদরেকে জাতয়িভাবে প্রতষ্ঠিতি করছ।ে একটা সময় আমরা জাতীয় র্পযায়ে প্রাসাশনকি, রাজনতৈকি, শক্ষিা কংিবা ব্যাবসায়কি কোন ক্ষত্রেইে নজিরেদরেকে তুলে ধরার মতো কোন র্অজন দখোতে পারনি,ি র্দীঘদনি আমরা করেু কোম্পানি আর বঙ্গজ নয়িে যুদ্ধ করছে,ি হ্যাঁ ঠকিই পড়ছেনে যুদ্ধই করতে হয়ছেে নজিদেরেকে তুলে ধরত।ে আমাদরে এতো সমৃদ্ধ ইতহিাসকে আমারা ভুলে গছে,ি আমাদরে অবস্থানকে আমরাই গুরুত্তহীন করে তুলছে।ি আমরা বাংলাদশেরে স্বাধীনতা যুদ্ধরে প্রাক্কালে ঘোষতি র্সবপ্রথম চুয়াডাঙ্গাকে স্বাধীন বাংলাদশেরে প্রথম রাজধানীর স্বীকৃতরি দাবি থকেে সরে এসছে,ি আমরা ভুলে গছেি এই জনপদ ছলি ইতহিাস পরর্বিতনকারী সইেসব আন্দলনের ক্ষত্রেভুম,ি ওয়াহাবী আন্দোলন (১৮৩১), ফরায়জেি আন্দোলন (১৮৩৮-৪৭), সপিাহী বদ্রিোহ (১৮৫৭), নীল বদ্রিোহ (১৮৫৯-৬০), খলোফত আন্দোলন (১৯২০), স্বদশেী আন্দোলন (১৯০৬), অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন (১৯২০-৪০), ভারত ছাড় আন্দোলন (১৯৪২), সবকছিু আমরা ইতহিাসরে অতল গহ্বরে হারয়িে যতেে দয়িছে।ি আমারা নতুন প্রজন্ম কে জানাতে র্ব্যাথ হয়ছেি ১৯৭১ সালরে ২৬ র্মাচ মুক্তযিুদ্ধরে র্সবপ্রথম কমান্ড, দক্ষণি পশ্চমিাঞ্চলীয় কমান্ড গঠতি হয়ছেলি এ জলোয়, মজের আবু ওসমান চৌধুরী এবং ডাঃ আসহাব-উল-হক জোযর়্াদ্দাররে নতেৃত্ব।ে বাংলাদশে রডেক্রস সোসাইটওি র্সব প্রথম এখানইে প্রতষ্ঠিতি হয়। আমাদরে “ইজম” আমরা “চুয়াডাঙ্গাবাসী” হারয়িে ফলেছে।ি এতো কছিুর পরও আমি বলব, আমাদরে এখনই সময় মাথা উঁচু করে ঘুরে দাঁড়াবার, ধ্বংসস্তূপরে মাঝে ফনিক্সি পাখরি মতো ডানা মলেে উড়ার এইতো সময়। এখন সমাজরে সব স্তরে আমাদরে সর্দপ পদচারনা। বশ্বিবদ্যিালয়রে শক্ষিক থকেে শুরু করে প্রশাসনরে র্সবস্তরে আমাদরে সরব উপস্থতি।ি রাজনীতি থকেে শুরু করে সংস্কৃত,ি খলোধুলা, নাট্যকলা কোথায় নইে আমরা? আর ব্যাবসায়গিণ শপ্লিপতরি তালকিায় আমাদরে নাম শুধু ভারইি করছনে না, উজ্জ্বলও করছনে। বাংলাদশে জুয়লোরি সমতরি সাধারণ সম্পাদকরে পদ থকেে এফবসিসিআিই, পোশাকশল্পিরে রপ্তানকিারক থকেে শুরু করে ইলক্ট্রেনক্সি শল্পিরে প্রস্তুতকারক সব জাগায় এখন আমাদরে চুয়াডাঙ্গার উপস্থতি।ি
প্রায় তনিশ বছররে এই সমৃদ্ধ জনপদ আজ অন্য কোন জলো থকেে পছিয়িে থাকার কারণ নইে, এখানে উৎপাদনশীল কলকারখানার মধ্যে রয়ছে তুলার কল, চনিি কল, বস্কিুট কারখানা, স্পনিংি মলি, টক্সেটাইল মলি, এ্যালুমনিযি়াম কারখানা, ওষুধ তরৈরি কারখানা, চালকল, চরিার কল, তলে কল, আটা কল, বরফ কল, করাত কল এবং ওয়ল্ডেংি কারখানা। কুটরি শল্পিরে মধ্যে রয়ছেে বয়নশল্পি, বাঁশরে কাজ, র্স্বণকার, র্কমকার, কুম্ভকার, ছূতার, তন্তুবায়, দরজি ইত্যাদ।ি কৃষরি পাশাপাশি জলোটতিে র্বতমানে শল্পিরেও বকিাশ ঘটছ।ে প্রধান শল্পি কারখানা গুলো হল জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রজি, বঙ্গজ ব্রডে এন্ড বস্কিুট, তাল্লু স্পনিংি মল্সি লমিটিডে, করেু এন্ড কোম্পানি বাংলাদশে লমিটিডে ইত্যাদ।ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলোর র্দশনায় অবস্থতি করেু এ্যান্ড কোম্পানি বাংলাদশে লমিটিডে (১৯৩৩) বাংলাদশেরে বৃহত্তম চনিি কল। করেু এন্ড কোম্পানরি সাথে যে ডস্টিালারটিি আছে তা বাংলাদশেরে একমাত্র মদ্য প্রস্তুতকারী কারখানা। রপ্তানীতওে আমরা একবোরে পছিয়িে নইে, হয়তো সংখ্যায় কম কন্তিু ধান, পাট, পান, বস্কিুট, চনি,ি তামাক, আখ, খজেুররে গুড়, সুপাড়,ি আম, কুমড়া, কাঁঠাল এবং কলা কৃষজিাত পন্য গুলো আমরা বহু আগে থকেইে রপ্তানি করে আসছ।ি
অনকেরে হয়ত আক্ষপে থাকব,ে চুয়াডাঙ্গায় আরও অনকে শপ্লি প্রতষ্ঠিান হতে পারতো, আরও রপ্তানি শল্পি গড়ে উঠতে পারতো। আশা করি ভবষ্যিতে এসব আক্ষপে আর থাকবে না। কারণ সমাজ পরর্বিতনরে কছিু সূচক থাকে যগেুলো আপনার র্বতমান পরস্থিতিি থকেে ভবষ্যিতে উত্তরণরে নর্দিশেক। তাদরে মধ্য অন্যতম ভূমকিা পালন করে শক্ষিা ব্যবস্থা ও গনমাধ্যম। আজ থকেে বছর পাঁচকে আগওে গণমাধ্যমে আমাদরে হাতে গোনা গুতকিয়কেজন ছলিনে, মান নয়িে প্রশ্ন থাকলওে আজ এই সংখ্যা নহোয়াত কম নয়। এর মধ্যে উল্লখেযোগ্য ভাবে ‘দনৈকি মাথাভাঙ্গা’র অবদান না বললইে নয়। র্দীঘ ছাব্বশি বছর ধরে বহু প্রতকিুল পরবিশেরে বরিুদ্ধে যুদ্ধ করে ‘দনৈকি মাথাভাঙ্গা’ আমাদরে সমাজ পরর্বিতনে অসামান্য অবদান রখেে চলছে।ে পাঠকরো হয়তো খয়োলই করে না ‘দনৈকি মাথাভাঙ্গা’ কভিাবে তাঁদরে পরবিার থকেে সমাজরে মুখপাত্র হয়ে উঠছে।ে এইতো গত বছর পত্রকিাটরি সম্পাদক দশেরে আঞ্চলকি পত্রকিা গুলোর মধ্য ‘শ্রষ্ঠে সম্পাদক’ নর্বিাচতি হয়ছনে, এই র্অজন তো একদনিরে না আর এই র্অজন সম্পাদক মহোদয়রে একারও না, এই র্অজন আমাদরে সবার এই প্রথম স্থান চুয়াডাঙ্গার। সম্প্রতি যে বষিয়টি আমাকে খুব আপ্লুত করছেে সটেি হচ্ছে গত ২২ই ফব্রেুয়ারি দশেরে প্রধান ও প্রথম সাররি ইংরজেি পত্রকিা ‘দ্যা ডইেলি স্টার’ দশেরে ২৫ জন আঞ্চলকি পত্রকিার সম্পাদক কে সন্মানতি করছে।ে ভবেে দখেুন দশেরে ৬৪ জলোর হাজার হাজার আঞ্চলকি পত্রকিার মধ্যে মাত্র ২৫ জনক।ে তাঁদরে সততা, সাহসকিতা, ঝুঁকি মোকাবলোর ক্ষমতা র্সবোপরি প্রতকিুল পরবিশেরে বরিুদ্ধ স্রোতে সাঁতার কাটার মানসকিতার জন্য এই স্বীকৃত।ি আমার র্গবরে বষিয় হচ্ছে এই ২৫ জন সাহসী যোদ্ধার একজন আমাদরে সম্পাদক, ‘দনৈকি মাথাভাঙ্গা’র সম্পাদক, চুয়াডাঙ্গা’র সম্পাদক জনাব সরদার আল আমনি। এটা কোন কাকতালীয় ঘটনা নয়, এটাকে বচ্ছিন্নি ঘটনা বলওে দখোর সুযোগ নইে, আঞ্চলকি পত্রকিা গুলোর মধ্য ‘শ্রষ্ঠে সম্পাদক’ থকেে শুরু করে আজকরে এই সম্মানা স্বীকৃতি আমাদরে অনুপ্ররেণার অংশ, আমাদরে অগ্রযাত্রার নর্দিশেক। আমাদরে এখান থকেে পছিনে ফরিে তাকানোর কোন সুযোগ নইে, পছিয়িে যাবারও কোন সুযোগ নইে। এতো কবেল শুরু, আরও অনকে র্অজন অনকে স্বীকৃতি আমাদরে জন্য অপক্ষো করছ।ে আমি মাথাভাঙ্গা পরবিার তথা চুয়াডাঙ্গা বাসকিে অভনিন্দন জানাই, আসুন আমরা র্ফাস্ট ক্যাপটিালকে দশেরে র্সব ক্ষত্রেে সত্যকিাররে র্ফাস্ট বানানোর যুদ্ধে সামলি হই।
লখেকঃ এখলাছ উদ্দনি সুজন, সাধারণ সম্পাদক, ড্রীম সন্টোর পাবলকি লাইব্ররেী ও সভাপত,ি দামুড়হুদা র্স্পোটংি ক্লাব।

Comments (0)
Add Comment