আহাদ আলী মোল্লা
একুশ এলেই বাঙালি হয়
কানাই কানাই খাঁটি,
তারপরে সব ভাষার প্রয়োগ
যায় হয়ে যায় মাটি।
হিন্দি বলি ইংরেজিও
আসে যা এই মনে,
ইচ্ছে মতোন কথা চলে
খিচুড়ি মিশ্রণে!
এটা করেন ওটা করেন
বাংলাভাষা মোটা করেন
তোলেন শহীদ মিনার,
কিন্তু খাওয়ার সময় বলেন
ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার।
ভাষার দরদ একদিনে খুব
দিচ্ছো কতো ফুল,
রাত পোহালেই উর্দু গানে
হও কেন মশগুল?
সূত্র (মেহেরপুরের দুই তৃতীয়াংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার)