রাগ-ঝাল

আহাদ আলী মোল্লা

টুয়েন্টি ফোর আওয়ার থাকেন
নতুন বধূ ফেসবুকে,
কত্ত রকম ছবি নিউজ
ম্যাসেজ পাঠান সেজবু’কে।

দুর্ঘটনা লাশের ছবি
গলায় দড়ি ফাঁসের ছবি
ফেসবুকে হন মত্ত;
আরও খবর কত্ত।

ফেসবুকে তার মন ডুবেছে
সংসারে নেই মন,
আপলোডে আর ডাউনলোডে
কাটছে সারাক্ষণ।

স্বামী-বিবির গ-গোলই
শেষে হলো কাল,
নতুন বধূ নিয়ে বাবা
কোরো না রাগ-ঝাল।

(ফেসবুক ব্যবহারে নিষেধ করায় কিশোরী বধূর আত্মহত্যা)

Comments (0)
Add Comment