আহাদ আলী মোল্লা
মরা টিকিটিকি রসগোল্লায়
পড়ে আছে হয়ে চিৎ,
মশা-মাছিগুলো চারপাশে তার
গেয়ে যায় গান-গীত।
ডেঁয়ো ঝোল খায় পিঁপড়েও খায়
মাকড়সা বোনে জাল
শান্তি হোটেল নামেই শান্তি
বাস্তবে এই হাল।
চানাচুর খাও দেখেশুনে নাও
মচমচে বটে ঠিক,
লাভলীতে বিষ পেটের পীড়াও
ভেতরে ভেতরে লিক।
মাথার খুশকি চুল পড়ে আর
পোকা করে ঘুরঘুর,
প্রতিদিন খাই ঝাল মুড়ি দিয়ে
এই বাজে চানাচুর।
সূত্র: (লাভলী চানাচুরকে ৬০ হাজার ও শান্তি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা)