মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য পত্রিকা স্রোতের ১৭৬তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ ও মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু। আলোচক হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তী। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন শহিদুল ইসলাম কানন, আব্দুল মান্নান মাস্টার, আবু নাঈম প্রমুখ।