মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার মেঘমালা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: ‘সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় আমরা অঙ্গীকারাবদ্ধ’ এই শ্লোগানে জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কথামালা, স্বরচিত কবিতা অবৃতি ও পাঁচ মিশালী গান নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সন্ধ্যার মেঘমালার আয়োজন করা হয়।

জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে আলোচনা করেন মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রশাসক ড. গাজী রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলম।

পরে শওকত আরা মীমের পরিচালনায় সেখানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা এবং স্বরচিত কবিতা পাঠ করেন ফৌজিয়া আফরোজ তুলি, সুমা দাস, পায়েল, দেলোয়ার, সেলিম, আবু লায়েছ লাবলু প্রমুখ।

Comments (0)
Add Comment