মেহেরপুরে ‘শেষ কবে যুদ্ধ’ মঞ্চস্থ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর বন্ধন থিয়েটারের আয়োজনে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘শেষ কবে যুদ্ধ’ মঞ্চস্থ হয়েছে।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন (ধুমকেতু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধন থিয়েটারের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিটিভি’র শিল্পী আশরাফ মাহমুদ।

 

 

Comments (0)
Add Comment