মেহেরপুরে মঞ্চায়িত হলো মূল্যবোধের নাটক যাস্ট ডুয়েট

 

মেহেরপুর অফিস: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উলক্ষে মেহেরপুরে মঞ্চায়িত হলো মূল্যবোধের নাটক যাস্ট ডুয়েট। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়। রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যব্যাক্তিত্ব নিশান সাবের। মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে আদর্শ বা নির্দেশনার পথ থেকে সরে আসার কারণে একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। আবার অভিভাবকরা তাদের সন্তানদের সময় দিতে না পারা ও পারিবারিক বন্ধন কমে যাওয়ার কারণে অনেকের সন্তান বিপথগামী হচ্ছে। অনেকেই জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ছে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী বা মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের সঠিক নির্দেশনা দিতে পারছেন কি? এটিই ছিলো নাটকটির মূল প্রশ্ন। নাটকটি পরিবেশনায় ও আয়োজনে ছিলো জেলা শিল্পকলা একাডেমি।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক মান্নাফ কবীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহসভাপতি নুরুল আহম্মেদ, নির্বাহী সদস্য অ্যাড. পল্লভ ভট্টাচার্য, নিশান সাবের প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

Comments (0)
Add Comment