মেহেরপুর অফিস: ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের ৫০ বছর ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর কমিউনিটি সেন্টার হলরুমে চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা ৪৫ জন শিশু-কিশোররা অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চিত্রাঙ্কন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র।
পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর রাজিব, প্রধান শিক্ষিকা ইতি খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনা মিয়া প্রমুখ।