আহাদ আলী মোল্লা
মা করেছেন নালিশ
গর্ভের ধন ছেলে আমার
মানে নাকো সালিস।
বিক্রি করে ঘটি বাটি
জামা কাপড় বিছনা পাটি
লেপ কম্বল চাঁদর কাথা
গামছা লুঙি বালিশ।
নেশা খোর এই ছেলে নিয়ে
মায়ের বিপদ ভারি-
পাড়ায় পাড়ায় ভদ্রবেশে
করছে চুরিদারি।
ছেলের জন্য লজ্জা লাগে
রয়না মায়ের মুখ,
তাই ছেলেকে জেলে দিয়েই
মায়ের যত সুখ।
সূত্র: (মায়ের নালিশে পুলিশ গ্রেফতার করেছে নেশাখোর ছেলে সোহেলকে)