আহাদ আলী মোল্লা
একটা শিশু সুবাস ঢালা ফুলের মতো
ছন্দ দোলা ঝরনা-নদীর কূলের মতো
খলখলিয়ে হাসে কেবল হাসে;
চপল চোখের দৃষ্টি গো তার
কে না ভালোবাসে!
একটা খুকু রোদের মিহিন জ্যোতির মতো
রঙিন রঙিন হাজার প্রজাপতির মতো
ফুলের বনে মনে মনে ওড়ে;
আবেশ প্রীতির আবেগ ঢেলে
সবারই মন জোড়ে।
একটা খোকা জোছনামাখা নিশির মতো
ক্ষেতে দোলা মুগ মসুরি তিসির মতো
হাতছানি দেয় বারে বারে ডেকে;
জগৎজোড়া ওদের হাসি
দ্যাখোনি কও কে কে?
এই যে নদী প্রজাপতি ঝরনা আছে মিশে
ওদের কাছে না যদি যাও মানুষ তুমি কিসে?
সূত্র: (আলমডাঙ্গা হারদীর এতিমখানায় শিশু বাদশার ওপর অমানুষিক নির্যাতন)