মানছি সবাই হার

আহাদ আলী মোল্লা

আমন গেল আউশ গেল
বোরোও হলো শেষ,
এই সুযোগে চালের মূল্য
যায় বেড়ে বেশ বেশ।

পেট শোনে না দামের কথা
যখন খিদে পায়,
চোঁ চোঁ করে কেঁদে কেঁদে
কেবলই ভাত চায়।

কৃষক যখন হাটে গিয়ে
বিক্রি করেন ধান,
প্রশ্ন আছে, সঠিকভাবে
তারা কি দাম পান?

মহাজনের ঘরে গেলেই
দাম বেড়ে যায় তার,
সিন্ডিকেটের কাছেই বুঝি
মানছি সবাই হার।

 

সূত্র (ট্রেনযোগে চুয়াডাঙ্গায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে আরএফএল’র বিক্রয় প্রতিনিধি)

 

Comments (0)
Add Comment