আহাদ আলী মোল্লা
ফসল কোথায় ফলবে বলুন
কব্জা সবই দস্যুদের,
জমি নিয়ে হাতের মুঠোয়
দিচ্ছে শুধু ফোঁস সুদের।
সুদ মানে তো ডবল টাকা
ফসলি ভুঁই করছে খাঁ খাঁ
উপজেলার চাষিদের;
এ কারণেই কান্না চোখে
আম্মু খালা মাসিদের।
হচ্ছে ওদের পোয়াবারো
চাষির বাজে সোয়া বারো
জায়গা জমি সবই গেল
কোথায় হবে আবাদ;
ভূমি কাটা মাটি কাটা
দেবে যদি না বাদ।
সূত্র: (দামুড়হুদা উপজেলাজুড়ে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব)
০৯.০২.২০১৮