আহাদ আলী মোল্লা
এই খুনিরাও প্রেমিক সাজে
এরাও প্রেমিক হয়,
এই কথা কি কোনো কালে
কারোর প্রাণে সয়?
পশুর মতোন বিবেক যাদের
যায় কি বলা প্রেমিক তাদের
ওরা আসল শকুন,
তুচ্ছ খুবই ওদের কাছে ও খুন।
সমাজ কোথায় গেছে দেখুন
সাক্ষী তারই দিচ্ছে এ খুন
কোথায় বাঁচার আশা,
খুনির সাথে হতে পারে
কারোর ভালোবাসা?
শুনে অবাক হই;
ও গো প্রেমিক ভালোসার
মনটা তোমার কই?
সূত্র: (কুষ্টিয়ায় ভালোবাসা দিবসে প্রেমে বাধা : প্রেমিকার ভাইকে কুপিয়ে খুন)