বেহেশতে বাস

টিপ্পনী

টিপ্পনী

বেহেশতে বাস

বাড়তি দামের ধকল এখন
দেখছি সকল পণ্যে,
দোকানে মাল ঠাসা ঠাসা
কও তো কাদের জন্যে?

কাটছে পকেট কাঁচা ঝালে
আউশ আমন আতপ চালে
বাজারজুড়ে আগুন;
হাটে গিয়েও পাইনে পটোল
পুঁই কচু শাক বাগুন।

একখানা ডিম চোদ্দ টাকা
পাঁচশ টাকায় ইলিশ চাকা
এক কেজি টেক মাংস এখন
হাজার টাকা ধরছে;
বাংলাদেশের মানুষ নাকি
বেহেশতে বাস করছে।

সূত্র:(দ্রব্যমূল্য পাগলা ঘোড়া, নিম্ন ও মধ্যবিত্ত দিশেহারা)

Comments (0)
Add Comment