আহাদ আলী মোল্লা
ফটকা কিছু বখাটে রোজ
ঘোরে পাড়ায় পাড়ায়,
মধ্যিমাঝে জটলা করে
গলির ভেতর দাঁড়ায়।
সেলফি ওঠে আড্ডা মারে
পিরিত পিরিত খেলা,
খুব ডেয়ারিং খুব ভয়ানক
এসব চেলাপেলা।
এক্কেবারেই সত্যি এসব
মানো কি না মানো,
নেশাও করে চুরুট ফোঁকে
মারে গাঁজার টানও।
কামাই রুজির ধার ধারে না
বাপের হোটেল খায়,
এই পোলাপান এক-দু’খানা
আছে সবার গাঁয়।
খবর: (আলমডাঙ্গায় অযথা ঘোরাঘুরি, ১২জনকে জরিমানা)