আহাদ আলী মোল্লা
এক সখী রোজ পিরিত করে
ভাল্লাগে না বখাটের,
টোন করে সে দফায় দফায়
হঠাৎ পেলো সখা টের।
যেই প্রতিবাদ করতে গেলো
কলার চেপে ধরতে গেলো
অমনি ক্ষেপে বাঘ,
অস্ত্র দিয়ে সখার মাথায়
করলো আঘাত-দাগ।
বখাটেরা ভীষণ খারাপ
মুখে বাজায় শিস,
তাদের জন্য গলায় দড়ি
অনেকে খায় বিষ।
ভাব-ফুটানি দেখায় ওরা
একশ’ যেন একাই ওরা
বড্ড খেদের খেদে;
ওদের ধরো তেড়ে তেড়ে
পুলিশে দাও বেঁধে।
(গাংনীতে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় চাচাসহ তিনজনকে জখম)