টিপ্পনী
পিচাস
শুনেই আমার গায়-গতরে
আসলো ভীষণ জ্বর,
খবরটা তো ছোট্ট অনেক
কিন্তু ভয়ঙ্কর।
ডাইনি যারা তারাই কেবল
এই ঘটনা ঘটায়,
তুচ্ছ কিছু বিষয় নিয়ে
মিথ্যা কথা রটায়।
মানুষ নামের লেবেল লাগাস
নিজেই নিজের গায়,
পশুর মতোন কা- তোদের
লোক মরে লজ্জায়।
পিচাস তোদের বিচার হবেই
একটুখানি থাম,
জনজনতা তুলবে ঠিকই
তোদের পিঠের চাম।
সূত্র:(শিশু আয়াতকে ছয় টুকরো করে সাগরে নিক্ষেপ)