টিপ্পনী
পরিবার
আমার দাদা হুকো খেতেন
বাবা পাতার বিড়ি,
আমার ছিলো গোপন জা’গা
ছাদের ঘরের সিঁড়ি।
ওই সিঁড়িতে বসে বসে
আমি খেতাম গাঁজা,
লেখাপড়া উঠলো লাটে
আমি হলাম রাজা।
আমার ছেলে ইয়াবা খায়
ফেনসিডিলও সাথে,
ওরা এখন খুব আধুনিক
কী হয়েছে তাতে?
নাতির হাতে হিরোর চালান
পাচার করে স্বর্ণ,
আর গোপনে ছবি বানায়
নাম নাকি তার পর্নো।
ধীরে ধীরে যাচ্ছি কোথায় বলো;
আমাদের এই পরিবারকে
কেউ কোরো না ফলো!
সূত্র:(মুন্সিগঞ্জে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার)