পদত্যাগ

আহাদ আলী মোল্লা

প্রশ্ন ফাঁসের কথা শুনে
লজ্জা লাগে খুব,
ইচ্ছে করে মুখ লুকিয়ে
নদীতে দিই ডুব।

গোপন কিছুই থাকে না গো
সব হয়ে যায় ফাঁস,
এমনিভাবেই বছর বছর
ছাত্ররা হয় পাস।

এ কী দশায় ধরলো বাবা
মন্ত্রীর মুখ ভার,
ব্যবস্থা নেই তেমন কোনো
কথা বলাই সার।

প্রশ্ন থাকে কার কাছে কও
কার কাছে সেই ব্যাগ,
গোপন রাখতে ব্যর্থ হলে
করুন পদত্যাগ।

Comments (0)
Add Comment