নাই

আহাদ আলী মোল্লা

এই মানুষের খারাপ কাজে
হার মেনে যায় জানোয়ারও,
নষ্ট লোকের ব্যাপারে তাই
বিশদ কিছু জানো আরো।

মানুষরূপী পশুরা খুব
গরল ঢালে বিশ্বাসে,
তাই ইদানীং বাতাস হয়ে
ঢুকছে বুকে বিষ শ্বাসে।

হায় রে কপাল দেখছি কী সব
আলোর মাঝেও অন্ধকার,
সবাই জানে সবাই বোঝে
চোখ দুটো বা অন্ধ কার?

দেখে শুনেও চুপ রয়েছি
বদলে গেছে জামানাই,
ওদের সাথে লড়ার মতো
শুট প্যান্ট কোট জামা নাই।

সূত্র (দামুড়হুদার হোগলডাঙ্গায় ঘাসমারা বিষ প্রয়োগে ২০ বিঘা ভুট্টাক্ষেত বিনষ্ট)

 

Comments (0)
Add Comment