নইলে

টিপ্পনী

টিপ্পনী

নইলে

আর কোরো না নেশা তুমি
নেশায় তোমায় খাচ্ছে,
মোটেও তুমি বুঝছো না তা
সব লোকে টের পাচ্ছে।

আজকে দেহে শক্তি তোমার
কালকে হবে বুড়ো,
এই নেশাতেই দিনে দিনে
করবে তোমায় গুঁড়ো।

ভাব নিয়ে লাভ নেই মোটে তাই
নেশার জগৎ ছাড়ো,
কদিন পরেই শরীর যাবে
পড়বে ভেঙে ঘাড়ও।

থাকতে সময় ভালো হয়ে
চলো ওগো ছেলে,
নইলে বাপু সারাজীবন
থাকতে হবে জেলে।

সূত্র:(আলমডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক-২)

Comments (0)
Add Comment