দেশটা দেবো ভরিয়ে

আহাদ আলী মোল্লা

নকল ভেজাল ধরার এ জাল
সবখানে যাক বিছিয়ে,
কৃষক-চাষি হাসি হাসি
থাকবে কেন পিছিয়ে?

ওদের যারা ঠকায় তারা
নিচ্ছে নগদ কামিয়ে,
ধরবো টুটি ভাঙবো খুঁটি
সইবো নাকো আমি এ।

এসো সাথে হাতে হাতে
দাও দুটো হাত মিলিয়ে,
ধরবো কাকে সব বেটাকে
করবো সাইজ কিলিয়ে।

মন্দ যতো কতো শত
খুন খারাবি সরিয়ে,
খুশির আলোয় ভালোয় ভালোয়
দেশটা দেবো ভরিয়ে।

সূত্র (আলমডাঙ্গার পারলক্ষ্মীপুর থেকে ৬৩ বস্তা নকল টিএসপি সার উদ্ধার)
১৪.১২.২০১৭

 

 

 

 

Comments (0)
Add Comment