দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতন বাস্তুপুরে টেন-টেন ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রাইমারি স্কুলমাঠে যুব সম্প্রদায়ের আয়োজনে এসকে সুপার স্টার ও নাইন স্টারের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে এসকে সুপার স্টার নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। ৭৫ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে নাইন স্টার ৭ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। ফলে এসকে সুপার স্টার ৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্পায়ার ছিলেন মানিক ও লাভলু। খেলা শেষে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মেম্বার। সার্বিক সহযোগিতায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির মানিক, টিপু, তারিকুল, হৃদয়, সুইট ও মামুন।