আহাদ আলী মোল্লা
হায় রে মানুষ মানবতা কই
চারপাশে যা খেল তামাশা
দেখে অবাক হই।
কার ঘাড়ে কে কোপ বসিয়ে দেয়
কী প্রতিশোধ নেয়
বিস্মিত হই দেখে
এই বেদনা বুঝতে পারো কে কে?
মানুষ হয়ে মানুষ কোপায়
মানুষ বলা যায় কি তাকে,
এই মানুষের মতোন করে
আমরা সবাই পাই কি তাকে?
আরে বাবা না;
মানুষ মানুষ চেহারাতেই
মানব হবে না।
চাই মানুষের মানবতা
চাই মানুষের গুণ
চাইলে খাঁটি মানুষ হতে
দাও ছেড়ে ধুনফুন।
সূত্র (জীবননগরের সেনেরহুদায় অন্তঃসত্ত্বাকে কুপিয়ে জখম)