টিপ্পনী:

 

খবর: (রাজন হত্যা : কামরুলসহ চার আসামির ফাঁসি হাইকোর্টে বহাল)

 

তোমরা ছিলে মানুষ নামের কীট

সারা জীবন করলে মাতুব্বরি

শেষে হলে লাল দালানে ফিট

তীরে এসেও ডুববে রোধ হয় তরী।

 

গোঁজের গোড়ায় পড়োনি এর আগে

তাই ছিলো খুব মুখে মধুর হাসি

বুঝে দেখো এখন কেমন লাগে

ক’দিন পরে ঝুলবে গলায় ফাঁসি।

 

মানুষ নামের চামড়া তোদের গায়

ভেতরখানা বন শুয়োরের মতো

আমার দেশের আমজনতা চায়

যাক মুছে যাক কান্না-ব্যথার ক্ষত।

 

সব জানোয়ার পশুর মতো তোরা

শাস্তি হবে আসবে তবেই সুখ

শান্তি পাবে তাবত ডাকাত-চোরা

উজল হবে সকল শিশুর মুখ।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment