খবর: (ঝিনাইদহে একই রাতে ৪ জনকে তুলে নেয়ার অভিযোগ)
রাতের ঘোরেই বিছনা থেকে
হচ্ছে মানুষ হাওয়া
আজকে আছে পরদিনই আর
যায় না খুঁজে পাওয়া।
মাঝে মাঝে টেনশনে খুব
হয় না রাতে ঘুম,
আজকে যদি ঘোরে দেখি
পরদিনই হয় গুম।
বাইরে বিপদ ঘরে বিপদ
হচ্ছে মানুষ খুন,
বাংলাদেশে এ কী দশা
নেপথ্যে কার গুণ।
আমরা সবাই বলির পাঠা
যাচ্ছি হয়ে বলি,
পা চলে না হাত চলে না
জীবন জলাঞ্জলি।
-আহাদ আলী মোল্লা