টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো তরতাজা প্রাণ)

সড়কে প্রাণ ঝরছে শুধু

করছে এ খুন ডাইভার,

তবু তারা খুব সেয়ানা

নিচ্ছে না এর দায়-ভার।

ওরা শুধু মানুষ মারে

মালিকরা দেন জরিমানা

বেপরোয়া চালায় গাড়ি

আমরা যতোই করি মানা।

সামনে চাকায় মরলে মানুষ

তিরিশ হাজার দিস,

পেছন চাকায় হলে কিছু

মোটে হাজার বিশ।

এই যদি হয় অবস্থাটা

বাঁচার আশা কই,

পরিস্থিতি দেখে দেখে

খালি অবাক হই।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment