টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গার তেঘরি গ্রামে সশস্ত্র ডাকাতদের তা-ব)

ডাকাত চোরের আতঙ্কে আজ

হয় না রাতে ঘুম,

কেউ হয়ে যায় জবাই আবার

কেউ হয়ে যায় গুম।

নিজের বাড়ি নিজের ঘরে

নই নিরাপদ কেউ,

আগে পিছে লেগে আছে

ডজন ডজন ফেউ।

ঘাড়ের ওপর ছুরি ধরে

আস্তানা হয় লুট,

কামাই রুজি কেল্লাফতে

তাবৎ পুঁজি ভুট।

তবু কিছু যায় না বলা

মুখ বুজে সব সই;

লাশের খাতায় চলে যাবো

এসব যদি কই।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment