টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামে চেতনানাশক পানি পান করিয়ে সোনার চেন-টাকা লুট)

অপরাধীর সংখ্যা বাড়ে
বাড়ছে শুধু ভয়
কখন কী হয় হয়
বাংলাদেশে হয়তো এখন
কেউ নিরাপদ নয়।

লুট ছিনতাই খুন ডাকাতি
হামলা হানা কী যে
দেখছি চোখে নিজে
লাশ পড়ে রয় দেখেশুনে
চোখ দুটো যায় ভিজে।

মলম পার্টির ফন্দিফিকির
করছে ওরা লুট
হচ্ছে পুঁজি ভুট
কোমর কাটার মতো কেটে
খায় চুপি কুটকুট।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment