খবর: (চুয়াডাঙ্গা ডিলাক্সের ধাক্কায় আলমসাধু আরোহী কলেজছাত্রসহ ৩ জন নিহত)
জনগণই বলির পাঁঠা
তারাই শুধু মরে,
বাইরে গেলেই বিপদ আসে
ফেরা কঠিন ঘরে।
আলমসাধু ট্রেনে বাসে
বাড়ির কাছে ঘরে কাছে
কে হয়ে যায় লাশ
সন্ত্রাসী নয়; যানবাহনই
এখন বড় ত্রাস।
রক্ত দেখি কাঁচা রোডে
রক্ত দেখি পিচে,
মরছে মানুষ যখন তখন
বলছি না তো মিছে।
দুর্ঘটনায় মানুষ মরে
তবে কি তা হত্যা-
রাস্তা-পথে চলতে এখন
কে দেয় নিরাপত্তা?
-আহাদ আলী মোল্লা