টিপ্পনী

খবর:(শিশু মুক্তাকে গলা টিপে হত্যা করেছে তার খেলার সাথী শাকিবের মা পপি)

ডাইনি আছে দেশে অনেক
পাষাণী তার সঙ্গে,
বারে বারে এরাই নাকি
রক্ত ঝরায় বঙ্গে।

ওরা আবার মায়ের জাতি
বললে পাবে কষ্ট,
তাতে তোমার আমার জীবন
আধাআধিই নষ্ট।

ওদের জ্বালায় খুন খারাবি
দেয় বাধিয়ে দ্বন্দ্ব,
ওরাই ছড়ায় এই সমাজে
যতো খারাপ-মন্দ।

ও পাষাণী ডাইনি ওরে
করলি এ কী কাজ,
তোর কারণে মা-বধূরা
পাচ্ছে শরম-লাজ।

-আহাদ আলী মোল্লা।
০৩.০৩.২০১৭

Comments (0)
Add Comment