টিপ্পনী

খবর:(ঝিনাইদহের ১৭ চোরাকারবারি ও মাদকের ৬ গডফাদার অধরা)

গড ফাদারের লম্বা হাতের
খাওনি বোধ হয় ঘা,
বাঁচতে যদি চাওতো ওদের
মোটেও নেড়ো না।

বললে কিছু এবার দেখো
খাবে ক’খান শক্ত বেকো
পুঁতেও যাবে পা।

এমন কিছু হতেও পারে
হয়তো তুমি একাধারে
দিচ্ছো মরণ ঘুম;
কিংবা হঠাত নিখোঁজ হলে
নইলে হলে গুম।

তাইতো বলি পা দিয়ো না
কুলীন সাপের লেজে,
ফঁস করলেই জীবন ঘড়ির
যাবে বারো বেজে!

-আহাদ আলী মোল্লা।
২৬.০২.২০১৭

Comments (0)
Add Comment